নরসিংদী পওর বিভাগ, পাউবো, নরসিংদী দপ্তরের উপর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের গৃহীত প্রকল্প সমূহের
পরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়ন এবং বাস্তবায়ন পরবর্তী রক্ষনাবেক্ষন কাজ সমূহ তদারকীর দায়িত্ব ন্যাস্ত। এই বিভাগের অধীনে
নরসিংদী ও গাজীপুর জেলার প্রশাসনিক এলাকার বন্যা নিয়ন্ত্রন,পানি নিষ্কাশন, সেচ,নদী খনন/ড্রজিং,ভাঙ্গন প্রতিরোধসহ পানি
সম্পদ উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে।
একজন নির্বাহী প্রকৌশলী এই দপ্তরের দপ্তর প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। অত্র বিভাগীয় দপ্তরের অধীনে ২(দুই)টি উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তর যথা নরসিংদী পওর উপ-বিভাগ, পাউবো, নরসিংদী এবং রূপগঞ্জ পওর উপ-বিভাগ, রূপগঞ্জ কার্যক্রম পরিচালনা করে থাকেন। আবার প্রতিটি উপ-বিভাগের অধীনে ৩(তিন)টি করে শাখা দপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভাগীয় দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে প্রাক্কলনিক শাখা, জেনারেল সেকশন, হিসাব শাখা এবং ভূমি ও রাজস্ব সংক্রান্ত শাখা সমূহ নিয়ন্ত্রিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস