কীভাবে যাবেনঃ
নরসিংদী পওর বিভাগ, পাউবো, নরসিংদী দপ্তরের উপর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের গৃহীত প্রকল্প সমূহের পরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়ন এবং বাস্তবায়ন পরবর্তী রক্ষনাবেক্ষন কাজ সমূহ তদারকীর দায়িত্ব ন্যাস্ত। এই বিভাগের অধীনে নরসিংদী ও গাজীপুর জেলার প্রশাসনিক এলাকার বন্যা নিয়ন্ত্রন,পানি নিষ্কাশন, সেচ,নদী খনন/ড্রেজিং,ভাঙ্গন প্রতিরোধসহ পানি সম্পদ উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে।
নরসিংদী পওর বিভাগ, পাউবো, নরসিংদী অফিসটি নরসিংদী সদরের চৌয়ালা নামক স্থানে অবস্থিত। নরসিংদী রেলওয়ে স্টেশন হতে অফিসটিতে স্থানীয় যানবাহনের মাধ্যমে সহজে ও স্বল্প সময়ে গমন করা যায়। এছাড়াও নরসিংদী বাসস্ট্যান্ড হতে অফিসটিতে স্থানীয় যানবাহনের মাধ্যমে সহজে ও স্বল্প সময়ে গমন করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস