Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Re-excavation of Arialkha River, Haridoya River, Brahmaputra River, Paharia River, Meghna Branch River and Old Brahmaputra Branch River Project under Narsingdi District.
Attachments

প্রকল্পের প্রধান উদ্দেশ্যঃ

  • প্রকল্প এলাকায় পানি নিস্কাশনের পাশাপাশি নৌ-চলাচলের সুযোগ-সুবিধা সংস্থান করা।
  • সেচ সুবিধা প্রদান করা ও সেচ কাজে পানি সংরক্ষণে সহায়তা করা।
  • দারিদ্র বিমোচন ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
  • নদী ভাঙ্গন প্রতিরোধ করা।
  • সামগ্রিকভাবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।
  • পানি প্রবাহের ক্ষমতা বৃদ্ধি করা।
  • কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি করা।
  • মৎস্য চাষে সহায়তা করা।
  • প্রকল্পের আওতায় গৃহীতব্য প্রধান অঙ্গসমূহের বিবরণঃ

অঙ্গের নাম

পরিমাণ (কিঃমিঃ)

নদী খনন কাজ

১) মেঘনা নদীর মুখ (করিমপুর ইউনিয়নে পঞ্চবটি নামক স্থানে) খনন কাজ

১.৫০০

২) মেঘনা নদীর পশ্চিম চ্যানেল (পুরাতন থানাঘাট হতে স্লুইচ গেট বাজার পর্যন্ত) খনন কাজ

৪.০০০

৩) আড়িয়ালখাঁ নদী (লোয়ার পার্ট) খনন কাজ

৩১.২০০

৪) আড়িয়ালখাঁ নদী (আপার পার্ট) খনন কাজ

৩০.৫০০

৫) ব্রহ্মপুত্র নদ (নরসিংদীর অংশ) খনন কাজ

২৫.০০০

৬) পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ খনন কাজ

৩২.৫০০

৭) হাড়িদোয়া নদী খনন কাজ

৪০.৬০০

৮) পাহাড়িয়া নদী খনন কাজ

২৫.৫০০

৯) মেন্দা খাল খনন কাজ

২.০০০

১০) ব্রহ্মপুত্র নদ (নারায়ণগঞ্জের অংশ) খনন কাজ

৩৯.০০০

নদী খনন কাজ উপমোট

২৩১.৮০০

ঢেউয়ের আঘাত হতে নদীর তীর রক্ষা কাজ

১১) নরসিংদী সদর উপজেলায় পাইকার চর ইউনিয়নে মেঘনা শাখা নদীর ডানতীর ঢেঁউয়ের আঘাত হতে স্কুল-মাদ্রাসা, বাজার, মন্দির ও কল কারখানা ইত্যাদি স্থাপনাসমূহ রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজ

৪.৪৬০

১২) নরসিংদী সদর উপজেলায় মহিষাশুড়া ইউনিয়নে মেঘনা শাখা নদীর ডানতীর ঢেঁউয়ের আঘাত হতে স্কুল-মাদ্রাসা, বাজার, ও কল কারখানা ইত্যাদি স্থাপনাসমূহ রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজ

৫.৪৬৭

১৩) নরসিংদী সদর উপজেলায় চরদিঘলদী ইউনিয়নে মেঘনা শাখা নদীর বামতীর ঢেঁউয়ের আঘাত হতে চরদিঘলদী বাজার রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজ

১.২০০

১৪) শিবপুর উপজেলায় লাখপুর বাজার নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদের বামতীর ও শীতলক্ষ্যা নদীর বামতীর ঢেঁউয়ের আঘাত হতে লাখপুর বাজার রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজ

১.০৭৭

১৫) নরসিংদী সদর উপজেলায় নজরপুর ইউনিয়নে মেঘনা শাখা নদীর  বামতীর ঢেঁউয়ের আঘাত হতে বাজার, হাইস্কুল ও গ্রাম রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজ

৪.৫০০

১৬) রায়পুরা উপজেলায় ডৌগারচর ইউনিয়নে ডৌগারচর গ্রাম হতে তেলিয়াপাড়া ঈদগাঁ ও কবরস্থান পর্যন্ত আড়িয়ালখাঁ নদীর ডানতীরে বাজার, হাইস্কুল, ঈদগাঁ, কবরস্থান  ও গ্রাম রক্ষাকল্পে ঢেঁউয়ের আঘাত হতে নদীর তীর রক্ষা কাজ

৫.৫০০

ঢেউয়ের আঘাত হতে নদীর তীর রক্ষা কাজ উপমোট

২২.২০৪

নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ

১৭) নরসিংদী সদর উপজেলায় আলোকবালি ইউনিয়নে বাখরনগর নামক স্থানে মেঘনা নদীর (মেঘনা শাখা নদী) ডানতীরে নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ। (কিঃমিঃ ০.১৩১ হতে কিঃমিঃ ০.৩৩১ পর্যন্ত)

০.২০০

১৮) নরসিংদী সদর উপজেলায় আলোকবালি ইউনিয়নে মুরাদনগর নামক স্থানে মেঘনা নদীর (মেঘনা শাখা নদী) ডানতীরে নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ। (কিঃমিঃ ০.৪৩০ হতে কিঃমিঃ ০.৬৫০ পর্যন্ত)

০.২২০

১৯) নরসিংদী সদর উপজেলায় আলোকবালি ইউনিয়নে মুরাদনগর নামক স্থানে মেঘনা নদীর (মেঘনা শাখা নদী) ডানতীরে নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ। (কিঃমিঃ ০.৭৫০ হতে কিঃমিঃ ০.৮৮০ পর্যন্ত)

০.১৩০

২০) নরসিংদী সদর উপজেলায় শুটকিকান্দি ইউনিয়নে শুটকিকান্দি নামক স্থানে মেঘনা নদীর (মেঘনা শাখা নদী) ডানতীরে নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ। (কিঃমিঃ ০.০০০ হতে কিঃমিঃ ০.৬০০ পর্যন্ত)

০.৬০০

নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ উপমোট

.১৫০

বিদ্যমান ব্রিজ Foundation শক্তিশালীকরণ কাজ

২১) Foundaton Treatment of Bridges

৮৫টি

বিদ্যমান ব্রিজ Foundation শক্তিশালীকরণ কাজ উপমোট

৮৫টি

 

বরাদ্দের পরিমাণ (টাকায়)

৫০০২৮.১৮ লক্ষ টাকা

প্রকল্প শুরু

২০১৭-০১-০১

প্রকল্প শেষ

২০২১-০৬-৩০

প্রকল্পের স্ট্যাটাস

বাস্তবায়নাধীন

প্রকল্পের নাম

এডিবি