Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List
সেবার তালিকাঃ ১) বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত সেবা ২) নদী ভাঙ্গন রোধ সম্পর্কিত সেবা ৩) সম্পাদিত কার্যক্রমের তথ্য প্রদান ৪) চলমান কার্যক্রমের তথ্য প্রদান ৫) পানি নিয়ন্ত্রণ কাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সেবা ৬) সেচ কার্যক্রম সুবিধা প্রদান ৭) পানি ব্যবস্থাপনা দল, সমিতি, ফেডারেশন গঠন ও নিবন্ধন সেবা ৮) কৃষক প্রশিক্ষণ ৯) নতুন প্রকল্প গ্রহণ সংক্রান্ত সেবা ১০) বাপাউবোর্ডের জমি অধিগ্রহণ, হুকুম দখলকৃত ভবিষ্যতে প্রয়োজনীয় সাময়িক ব্যবহৃত জমি, বাঁধ, বরোপিট, খাল, নালা ইত্যাদি বহুমুখী কাজ অর্থাৎ মৎস্য চাষ, পোল্ট্রি-ফার্ম, শস্য উৎপাদন এবং বনায়ন ইত্যাদি বহুমুখী কাজে ব্যবহারের অনুমতি প্রদান ১১) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণ, সেচ সুবিধা প্রদানের জন্য সেচ খাল খনন, সাইফুন, একুইডাক্ট, ব্যারেজ, স্লুইচ গেট, চেক স্ট্রাকচার ইত্যাদি নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রতিরক্ষামূলক কাজ ডিপোজিট ওয়ার্ক হিসেবে বাস্তবায়ন